চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের পঞ্চম তলার ব্যালকনি থেকে পরে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, জাহিদুল ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায়। তিনি ২০২০ সালের ৫ মার্চ পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। তিনি নগর পুলিশের ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তার ব্যাচ নম্বর ৬৮১৬।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতাবশত পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, চমেক হাসপাতালে সকালে নগর পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্যের মরদেহ আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে বিকেলে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত শেষে বাদ আসর দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন