বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মদনে ৭ গ্রামের লোকের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

মদনে মঙ্গলবার সংঘর্ষে জড়ান সাত গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা
মদনে মঙ্গলবার সংঘর্ষে জড়ান সাত গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে সাত গ্রামের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের কৃষিজমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

আহত রফিক (৩৫), গণি মিয়া (৬৫) ও সিয়ামের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আছিরুল, নয়ন, রমজান, মনিরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত পারভেজ, ইনছান, নিজাম উদ্দিন, হারুন, মাছুম আলী, ইরান উদ্দিন ও সেলিমকে পাশের উপজেলা তাড়াইলের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসক, ওষুধের দোকানেসহ বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াগাঁও, পাছআলমশ্রী, বাউশা, তালুককানাই (একগ্রুপ) গ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের গ্রাম আলমশ্রী, দেওয়ানপাড়া ও মাখনার বিরোধ চলে আসছে। জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে এ দুটি গ্রুপের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় বার বার উত্তেজনা দেখা দেয়। এর আগে দুপক্ষের মধ্যে কয়েকটি মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দুপক্ষের বিভেদ নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন। সবশেষ মঙ্গলবার সকালে দুই পক্ষের হাজার হাজার লোক সংঘর্ষে জড়ান।

এ ব্যাপারে মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা এ নিয়ে বারবার পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু মঙ্গলবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘নায়েকপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি সমাধানেরও চেষ্টা করা হয়েছে। এক পক্ষ সাড়া না দেওয়ায় নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১০

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১১

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১২

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৩

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৪

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৫

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৬

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৭

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৮

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

১৯

আজহারীর বই নকলের অভিযোগ, তদন্তে ডিবি

২০
X