চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফাঁদ দিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করার অপরাধে জুবায়ের নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হাসান আনু মিঞা। জুবায়ের (৩২) একই ইউনিয়নের দ্বিতীয় চককীর্তি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা কালবেলাকে জানান, পাখি শিকার নিষিদ্ধ হলেও অবৈধভাবে ফাঁদ দিয়ে ঘুঘু পাখি ধরে বাজারে বিক্রি করার অপরাধে জুবায়ের আলীকে আটক করে গ্রাম পুলিশ। অবৈধভাবে পাখি শিকার ও বিক্রির দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আর কখনো পাখি শিকার করবেন না এ মর্মে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরে তার খাঁচায় বন্দি ৪০-৪৫ টি ঘুঘু পাখিকে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন