পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় নদীতে মরদেহটি পাওয়া যায়।
ওই ব্যক্তির নাম মো. আবুল কালাম (৪৫)। তিনি চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ভোরে চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. আবুল কালাম। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও আবুল কালামের সন্ধান পেতে ব্যর্থ হয়।
পরে বুধবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে দেবীগঞ্জ থানায় খবর দেন। এতে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘নদী থেকে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ মো. আবুল কালামের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহের সুরতহাল করা হয়েছে। এর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন