

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে লতিফ শেখ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভারতে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা থেকে তাকে গ্রেপ্তার করেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান রহমান।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র লতিফ শেখকে গত ১৫ জানুয়ারি ২০১৪ সালে দায়রা ৪৫৬/১০ নম্বর মাদক মামলায় পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ড দেন খুলনার একটি আদালত। সেখান থেকেই আসামি লতিফ শেখ আত্মগোপনে ছিলেন।
মন্তব্য করুন