এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশ। রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. ওমর ফারুক জীবননগরের উথলী গ্রামের বাসিন্দা। তাকে আজ সোমবার (২ অক্টোবর) চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুক সিআর মামলায় দণ্ডপ্রাপ্ত। তিনি এলাকায় থেকে পালিয়ে অন্য জেলায় গিয়ে গ্যারেজে কাজ করতেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন