ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বিদেশিদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

‘সবক দিলে অন্য কোথাও গিয়ে দেন’

ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশিদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘দেশ পরিচালনায় অনেকে আমাদের সবক দিয়ে যাচ্ছেন। অথচ নিজের দেশের খবর নেই। বঙ্গবন্ধুর আদর্শ ও জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবক দিয়ে লাভ নেই। সবক দিলে অন্য কোথাও গিয়ে দেন।’

রোববার (০২ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল আয়োজিত মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যা কিছু উন্নয়ন হচ্ছে, তার পরিকল্পনা বঙ্গবন্ধু অনেক আগে করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তা একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী কভিড ও ইউক্রেন যুদ্ধ না হলে মাথাপিছু আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যেত।

বিএনপির দুঃশাসনের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, এ দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তারা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প হয় না। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধুই নৌকা। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রচলিত আইনে যা নির্দেশনা দেওয়া আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা দেশবাসীকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।’

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সভাপতি রেজাউর রশীদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রাজধানীতে আজ কোথায় কী

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

১০

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

১১

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

১২

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

১৩

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

১৪

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

১৫

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

১৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

১৭

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

১৯

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০
X