ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বিদেশিদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

‘সবক দিলে অন্য কোথাও গিয়ে দেন’

ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশিদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘দেশ পরিচালনায় অনেকে আমাদের সবক দিয়ে যাচ্ছেন। অথচ নিজের দেশের খবর নেই। বঙ্গবন্ধুর আদর্শ ও জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবক দিয়ে লাভ নেই। সবক দিলে অন্য কোথাও গিয়ে দেন।’

রোববার (০২ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল আয়োজিত মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যা কিছু উন্নয়ন হচ্ছে, তার পরিকল্পনা বঙ্গবন্ধু অনেক আগে করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তা একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী কভিড ও ইউক্রেন যুদ্ধ না হলে মাথাপিছু আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যেত।

বিএনপির দুঃশাসনের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, এ দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তারা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প হয় না। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধুই নৌকা। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রচলিত আইনে যা নির্দেশনা দেওয়া আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা দেশবাসীকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।’

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সভাপতি রেজাউর রশীদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ১১ সংগঠন, ভূঁইফোড়দের বিরুদ্ধে ব্যবস্থা

টানা ৫ দিন বৃষ্টি আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

চায়না দুয়ারি জালে বিপন্ন মৎস্য ও জীববৈচিত্র্য

ভিমরুলের কামড়ে হাসপাতালে ৩ শিশু

রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : ফখরুল

স্থানীয়দের মাথাব্যথা সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর, সম্পাদক মাসুদ

সুপারিশের বেড়াজালে ডাকসুর নির্বাচন কমিশন 

মেসির জোড়া গোলে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

১০

আবর্জনার স্তূপে পোড়ানো হলো ভারতের পতাকা, ভিডিও ভাইরাল

১১

অনিন্দ্যসুন্দর বিরল পাখি জলময়ূর

১২

কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল

১৩

মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

১৫

তিন দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

১৬

ইন্টারনেট নিয়ে ঝগড়া, স্ত্রীকে মেরে থানায় গেলেন স্বামী

১৭

হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৮

এমবাপ্পের বাইসাইকেল কিকে নাটকীয় জয় রিয়ালের

১৯

কক্সবাজারে সিসিএসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

২০
X