ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় আইনমন্ত্রী আনিসুল হক এক শোকবার্তায় বলেন, মরহুম আল-মামুন সরকার ছিলেন নির্লোভ, নির্ভীক ও নিরহংকারী রাজনীতিক। তার ব্রত ছিল মানবসেবা করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে তার অবদান কখনোই ভুলার মতো নয়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
আইনমন্ত্রী এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর আল-মামুন সরকারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আইনমন্ত্রী আনিসুল হক তার জানাজায় অংশ নিবেন।
মন্তব্য করুন