মোঃ আলমগীর হোসেন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ বছরেও দলীয় এমপি না পাওয়ায় আ.লীগ নেতাদের ক্ষোভ

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণমিছিল। ছবি : কালবেলা
চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণমিছিল। ছবি : কালবেলা

দেশ ও সরকারের উন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে গণমিছিল করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতারা ৪৮ বছর ধরে আওয়ামী লীগের দলীয় এমপি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান জাতীয় পার্টির এমপি বারবার সুযোগ নেওয়ায় আওয়ামী লীগের দলের পক্ষ থেকে কেউ সুযোগ পাচ্ছে না বলে জানান তারা।

সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী পৌরসভার মিরেরহাট সিটি প্যালেসের সামনে থেকে হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, কলেজ গেইট প্রদক্ষিণ করে কাচাড়ি সড়ক হয়ে ডাকবাংলো চত্বরে গিয়ে এ গণমিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান বলেন, ‘দীর্ঘ ৪৮ বছর ধরে চট্টগ্রামের-৫ আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী নেই। ২০০৮ সাল থেকে জাতীয় রাজনীতির কৌশলে নমিনেশন নিয়ে আসছেন জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রায় ১৫ বছর ধরে খন্ড বিখন্ড করে রেখেছেন আওয়ামী লীগকে। বিভিন্ন নেতাকে তার সাথে রেখে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করে রেখেছেন।’

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, ‘বারবার আমরা দলীয় এমপি থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা হাটহাজারীবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি। পরের বোঝা আমরা আর বইতে চাই না।’

এম এ সালাম আরো বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। এটা অন্য কোনো দল এনে দেয়নি। তিনি একটি উন্নত দেশ উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে জাতির পিতার সোনার বাংলাদেশ করার সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি।

তিনি বলেন, পদ্মা ব্রিজ আওয়ামী লীগের জন্য করেনি। বিএনপি নেতারাও পদ্মা ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, মেট্রোরেল সমস্ত কিছু বঙ্গবন্ধুকন্যা ১৮ কোটি মানুষের জন্য করেছেন। আজকে এই উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। আজকে তারা বিদেশিদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা যুবলীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীতে আজ কোথায় কী

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৬ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

১০

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

১১

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

১২

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

১৩

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

১৪

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

১৫

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১৬

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১৭

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১৮

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৯

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

২০
X