বন্দরনগরী চট্টগ্রামের আমিন জুটমিলের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন