সিলেটে ১৮টি চুরির মামলার আসামি মো. কয়েছ আহমদকে (৩৭) গ্রেপ্তার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সিলেট-তামাবিল সড়কের জমশেদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েছ আহমদ সিলেটের মোগলাবাজর থানার গোটাটিকর এলাকার শহিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, কয়েছ একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। সবগুলোই চুরির অভিযোগে। যার মধ্যে ওসমানীনগর থানায় ৫টি, মোগলাবাজার থানায় ৩টি, কুলাউড়া থানায় ২টি, শাহপরান থানায় ২টি এবং গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, রাজনগর, দক্ষিণ সুরমা, কানাইঘাট ও কোতোয়ালি মডেল থানায় একটি করে মামলা রয়েছে।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের বিশেষ অভিযানে ১৮টি চুরির মামলার আসামি কয়েছ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন