পায়ুপথে করে হেরোইন পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দ পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারস্থ শহীদ মিনারের নিকট পোড়াভিটায় প্রবেশপথ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. রাবেল শেখ ওরফে (২৯) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আবুল শেখের ছেলে।
শনিবার (৭ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটার প্রবেশপথে অভিযান চালায়। অভিযানের সময় মো. রাবেল শেখ ওরফে রাসেলকে আটক করে তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায় না। তবে এ সময় পুলিশ কাছে তথ্য থাকায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়।
আজ শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন