বরিশাল কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়েছে। অপর চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ অক্টোবার) ভোর ৫টার সময় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালুশা সড়ক শহীদ রহিম সেবা সংঘ ক্লাবের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জেলার বাকেরগঞ্জ উপজেলার ১ নম্বর চরামদ্দি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নাজমুল হাসান মঈন জোমাদ্দার (৪৫), মো. আলাল খলিফা, মহিউদ্দিন খান মোহন, মো. আবু জাফর (সোহেল)।
কোতোয়ালি থানার এসআই আরাফাত রহমান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে কালুশা সড়ক শহীদ রহিম সেবা সংঘ ক্লাবে মাদক বিক্রি ও সেবন করছে, এমন তথ্য সূত্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন