বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় জাকির হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মো. জাকির হাওলাদারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জাতীয় পার্টির নেতা এমএ বাছেদ হাওলাদার বাচ্চু।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাকবুনিয়া গ্রামের মো. ইউনুচ হাওলাদারের পুত্র জাকির হাওলাদার দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য রতনা আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তাঘাটের ছবিসহ মনগড়া মিথ্যা বানোয়াট তথ্য পোস্ট করে আসছেন।
এ ঘটনায় উপজেলা জাপা নেতা এমএ বাছেদ হাওলাদার বাচ্চু বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইবুনাল আদালতে জাকির হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে বাকেরগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন