কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় এসেছিল

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ঈদগাহ ময়দানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য আফজাল হোসেন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ঈদগাহ ময়দানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য আফজাল হোসেন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেছেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসেছিল দেশ বিক্রির চুক্তি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এই চুক্তি করতে পারেনি। কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছে, যার নেতৃত্বে দেশ স্বাধীন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না।’

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সারা দেশে কী নৈরাজ্য করেছিল এগুলো সবই আপনারা জানেন। আমাদের আওয়ামী লীগ পরিবারের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। হাজার হাজার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছিল।’

আফজাল হোসেন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছেন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।’

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে সংসদ সদস্য তিনি বলেন, ‘আমি আপনাদের সেবক। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি সারাজীবন নিকলী-বাজিতপুরের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছিলাম, দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর অনেক উন্নয়ন করেছি। আরও করব। চলমান কাজগুলোও শেষ করব। যে নিকলী-বাজিতপুর একসময় সন্ত্রাসের রাজত্ব ছিল। আমি সেই অন্ধকার দূর করে আলোকিত করেছি।’

নিকলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

দেশের ওষুধ শিল্পে সংকট-ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে যেসব রেকর্ড গড়ল ক্যারিবীয়রা

‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীও গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার কর্মসূচি বিএনপির 

রেলপথ অবরোধে আটকা ৬টি ট্রেন

শুটিং চলাকালীন স্টাফের ‘রহস্যজনক’ মৃত্যু

ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না : ডা. জাহিদ

১০

ক্ষুব্ধ বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দোন্নারুমার

১১

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

১২

অটোরিকশা চালককে গুলি করে হত্যা

১৩

মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

১৪

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

১৫

অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা কি জায়েজ আছে?

১৬

আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

১৭

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

১৮

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ

১৯

বিলুপ্তির পথে সুস্বাদু বৈরালি

২০
X