নির্ধারিত সময়ে প্রিসাইডিং অফিসার কেন্দ্রে না আসায় প্রায় আধঘণ্টা পর সিলেটের মির্জাদাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার পর কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়।
প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হচ্ছে ভোট গ্রহণ। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। যদিও সিলেটের অন্যান্য কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সেই সঙ্গে প্রায় প্রতিটি কেন্দ্রে উৎসুক ভোটারদের সমাগম দেখা যায়। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ৯৫টি। যেখানে ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। ইতোমধ্যে নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এ ছাড়া দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম। অন্যদিকে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন