বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদ্রাসায় ক্লাস চলাকালীন ফ্যান খুলে পড়ে হাফেজ মাওলানা মুহিবুল্লাহ নামের এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত হাফেজ মাওলানা মুহিবুল্লাহ ওই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক।
মাদ্রাসা শিক্ষক মুহিবুল্লাহ কালবেলাকে বলেন, সকাল ৯টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ফ্যান খুলে মাথার ওপর পড়ে রক্তাক্ত জখম হই। পরে অন্যান্য শিক্ষকরা আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছি।
মন্তব্য করুন