সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন বিক্রির কথা বলে ঘরে ফেরেননি ইয়ামিন

নিখোঁজ শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। ছবি : কালবেলা
নিখোঁজ শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। ছবি : কালবেলা

সিলেটে মোবাইল বিক্রির কথা বলে ঘরে ফেরেননি শাহপরাণ সরকারি কলেজের শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। এ ঘটনায় বুধবার (১১ অক্টোবর) হামিমের বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মোগলাবাজার থানার ওসি এসএম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ হামিম (১৯) দক্ষিণ সুরমার শ্রীরামপুর শেখপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। হারানোর সময় তার পরনে ছিল কালো টি-শার্ট, পরনে জিন্সপ্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

গত ১০ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার কদমতলীতে মোবাইল বিক্রি করবে বলে ঘর থেকে বের হয়ে যায় হামিম। এরপর থেকে তার খোঁজ নেই।

পারিবারিক সূত্রে জানা যায়, মো.ইয়ামিন আরাফাত হামিম চলতি বছর শাহপরাণ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। পাশাপাশি অনলাইনে আবেদন ও বিকাশ এজেন্টে হিসেবে ব্যবসা করত। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শ্রীরামপুরের তাদের বাসা থেকে বের হয়। এ সময় তার মাকে মোবাইল ফোন বিক্রি করতে কদমতলী যাচ্ছে বলে জানায়। পরে রাত ১০টার দিকে বাবলু নামে তার এক বন্ধুকে কল দিয়ে জানায় তাকে মোবাইল ফোনে পাওয়া যাবে না। কারণ ফোন বিক্রি করে দেবে। তারপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। রাতেই হামিমের বাবা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন এবং বুধবার সকালে থানায় ছেলে নিখোঁজ বলে সাধারণ ডায়েরি করেন।

হামিমের বাবা জালাল উদ্দিন বলেন, ‘রাত থেকে ছেলেকে অনেক খোঁজাখুঁজি করছি কোথাও কোনো সন্ধান পাচ্ছি না। ছেলের সন্ধান না পাওয়া তার অসুস্থ মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ছেলে কোথায় আছে কেউ কিছু বলতেও পারছে না। আমার ছেলেকে বোধহয় অপহরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টা ২৩ মিনিটের সময় হামিমের মোবাইল থেকে আমাদের ফোনে দুবার কল আসে। প্রথমবার ১০ সেকেন্ডের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও ১০ সেকেন্ড পর আরেকটি কল আসে। তখন তার সঙ্গে ৩৬ সেকেন্ড কথা কথা হয়।’

ছেলের সঙ্গে কথোপকথন নিয়ে জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে আমাকে বলেছে, আব্বু আমি কিছুই দেখতেছি না। আমাকে ৪ জন একটি অন্ধকার ঘরে নিয়ে এসে আটকে রেখেছে। বলা হচ্ছে এখানে পচে মরব।’ এই কথা বলে আমার ছেলের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার ছেলেও কোনো ধরনের নেশাদ্রব্য পান করে না। ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা থেকে থাকলে তা আমার জানা নেই। তার ফোনে লাখ খানেক টাকা আছে।’

এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি এসএম মাঈন উদ্দিন কালবেলাকে বলেন, ‘নিখোঁজ হওয়া ইয়ামিনের বাবা থানায় একটি জিডি করেছেন। তাকে উদ্ধার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১০

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১১

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১২

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৩

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৪

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৫

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৬

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৭

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

১৮

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

১৯

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

২০
X