মসজিদ কমিটির কাছে আয়-ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মসজিদের তালা দেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর সেই তালা খুলে দিল উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন মসজিদের তালা খুলে দেয়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর সমন্বয়ে চূড়ান্তভাবে মসজিদ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও রামকৃষ্ণপুর পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে, বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মসজিদে তালা লাগানোর জন্য মসজিদ কমিটির সভাপতি আয়নাল কাজী, প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাঞ্চন বিশ্বাস ও তার ছেলে সাধারণ সম্পাদক জুলহাস বিশ্বাস ও কোষাধ্যক্ষ সামসুল দেওয়ানের বিরুদ্ধে মসজিদে তালা দেওয়ার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনের সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন তালা খোলার উদ্যোগ গ্রহণ করে।
মন্তব্য করুন