কক্সবাজারের মহেশখালীতে বন্দুক নিয়ে প্রকাশ্যে স্থানীয়দের ভয়ভীতি দেখান এক যুবক। এতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবক শাহাব উদ্দিন (২৩) স্থানীয় পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার বাসিন্দা।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, মহেশখালী থানার বিশেষ অভিযানে নিয়োজিত এসআই অপু দে ও এএসআই আনিসুর রহমান স্থানীয়দের মাধ্যমে খবর পান, বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদি দোকানে একজন লোক অস্ত্রসহ বসে আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে ওই মুদি দোকানের সামনে থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। উপস্থিত স্থানীয় জনগণের সম্মুখে শাহাব উদ্দিন স্বীকার করেন যে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের। পরে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়। শাহাব উদ্দিন এলাকায় চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় অস্ত্র মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন