সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে অনশন অনুষ্ঠিত হয়েছে। অনশন কর্মসূচিটি ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঝিনাইদহ-২ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ডা. ইব্রাহিম রহমান বাবুর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এতে অংশ নেন প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
ওই অনশনে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট মো. আব্দুল আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির অন্যতম সদস্য জমির মোল্লা।
সভায় অতিথিরা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা সময়ের দাবি। দেশের সংবিধান অনুযায়ী সুচিকিৎসা বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। দেশনেত্রীর প্রতি প্রতিশোধ পরায়ন না হয়ে মানবিকতা দেখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বক্তারা।
অনশনে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-২ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা মহিলা দলের উপদেষ্টা আয়কর আইনজীবী মাহাবুবা রহমান শিখা, জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল, জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আয়েশা খাতুন, হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য বুলবুলি খাতুন, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শসি বাবু, বাবুল মেম্বার, ময়ূর মেম্বার, চান মিয়া, উজির, নবাব বিশ্বাস, লাল্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর, সাবেক সদর থানা বিএনপির সদস্য মসিউর রহমান লান্টু, ঝিনাইদহ জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আসলাম হোসেন, ঝিনাইদহ জেলা যুবদলের সহআইন সম্পাদক আবু সালেহ, ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য রাসেল, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিরাজ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদি, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি মতিন হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি আসলাম হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর, ঝিনাইদহ সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পা, ঝিনাইদহ সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সূর্য, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব, ঝিনাইদহ সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, সদর থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, ঝিনাইদহ পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, কৃষকদল নেতা নাসিম খান, কুদ্দুস, পোড়াহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল, পোড়াহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক অজয়, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন, হরিণাকুণ্ডু থানা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক গিয়াস, হরিণাকুণ্ডু পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ, ঝিনাইদহ জেলা কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব মিলন, সদর থানা কোকো স্মৃতিসংসদের আহ্বায়ক জাহিদসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন