রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে তাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। র্যাব জানিয়েছে, মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে র্যাব-১০-এর কোম্পানি অধিনায়ক শাইখ আক্তার ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে মুন্না আজিজ মহাজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে বাসিন্দারা মুন্নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন