সিরাজগঞ্জের বেলকুচিতে নিপা খাতুন (১৯) নামের এক গৃহবধূ গায়ে হলুদের কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিপা বেলকুচি পৌর এলাকার চালা উত্তর পাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদার জানান, প্রায় ৫ মাস আগে প্রবাসী আরিফের সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে সে খুব একটা পছন্দ করত না। তাই সে বাবার বাড়িতে থাকত। গতকাল সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠানিকভাবে নিপার স্বামী ও পরিবারের লোকজন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় নিপার স্বামী মোবাইল ফোনের জন্য শ্বশুরবাড়িতে গেলে সে ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন নিপার বোনের স্বামীও উপস্থিত ছিল। এরপর তাকে ঘরের দরজা খুলতে বললে সে আর কোনো সাড়া দেয়নি। পরবর্তীতে এলাকার লোকজন এসে ঘরের দরজা ভেঙে দেখে সে ঘরের ধরনার সঙ্গে শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমরা তখন পুলিশে খবর দিই।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন