স্বাধীনতাকামী ফিলিস্তিনি নর, নারী ও অসহায় শিশুদের ওপর ইসরায়েলিদের হামলা, অমানবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় ইমাম সমিতি, বরিশাল মহানগর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে মেডিকেল কলেজে অধ্যায়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও তাদের দেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা ফিলিস্তিনে অবস্থানরত তাদের স্বজন ও দেশের মানুষকে বাঁচাতে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এর মধ্যে সকাল ৯টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও ক্যাম্পাস সংলগ্ন বান্দরোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মানববন্ধনে মেডিকেল কলেজ শিক্ষক-চিকিৎসক, শিক্ষার্থী এবং হাসপাতালের নার্স ও কর্মচারীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখা ব্যানার, ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা দেখা যায়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিএম নাজিমুল হক বলেন, ‘জায়নবাদী ইসরাইলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সর্বাত্মক সহযোগিতা করছে। কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজের পক্ষ থেকে তারা ফিলিস্তিনিদের সব রকম সাহায্য করতে প্রস্তুত।
অধ্যাপক নাজিমুল হক বলেন, ‘বিশ্বের সকল মুসলিম যদি একযোগে কাজ করে ও সহযোগিতা করে তাহলে পুরো ইসরাইল ধূলিস্যাৎ হয়ে যাবে। ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলে সেখানে আমরা ফিলিস্তিনের মানচিত্র গড়তে চাই।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. জাহিদ হাসান, ডা. রেজাউর রহমান, ডা. নূরুল হক, ডা. আবুল হোসেন প্রমুখ।
এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী ও নিপীড়িত জনগণের প্রতি সমবেদনা জ্ঞান এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে গিয়ে শেষ হয়।
অপরদিকে, বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি আব্দুল মান্নান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর ইমাম সমিতির উপদেষ্টা নুরুর রহমান বেগ, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান কাশেমীসহ বিভিন্ন মসজিদের ইমামরা। এসময় তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন