মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগের কমিটি বিতর্ক

রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে শ্রীমঙ্গল

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

শ্রীমঙ্গল উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নানা পদে বিতর্কিতদের নিয়ে আনন্দ মিছিলকে ঘিরে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ছুরিকাহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও আরও ৭ জন আহত হয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাল্টা হামলার আশঙ্কায় শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৮ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সালাত মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শিমুলসহ উপজেলা, পৌর ও সরকারি কলেজ কমিটির ১২ জন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিলুপ্ত কমিটির দেড় বছর পর জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গত ১৬ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়। এ ৩ কমিটিতেই বিতর্কিত, নিষ্ক্রিয় ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে। কমিটিতে স্থান পাওয়া অনেকে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অছাত্র সাইদুর রহমান সুজাতকে উপজেলা সভাপতির পদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিশোরী অপহরণের অভিযোগ রয়েছে। ২৯ বছরের বেশি বয়সে ছাত্রলীগে থাকতে পারবেন না, সংগঠনের এমন নিয়ম থাকলেও সুজাতের বর্তমান বয়স ৩৪। সেক্রেটারি আকাশ রঞ্জন দেবের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। পড়ালেখার পাঠ চুকিয়ে তিনি বর্তমানে ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছেন। সহসভাপতি পদে স্থান পাওয়া হায়দার শাখাওয়াত সস্ত্রীক লন্ডন প্রবাসী। সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানও দীর্ঘদিন ধরে প্রবাসী। ২০১৯ সালে ৮ মে মোটরসাইকেল চুরির অভিযোগে হবিগঞ্জ ডিবির হাতে আটক হয়েছেন বর্তমান উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ। আরেক যুগ্ম সম্পাদক মোহন মিয়া ও ছাত্রীবিষয়ক সম্পাদক ফারজানা সুমেল বিবাহিত আর উপছাত্রীবিষয়ক সম্পাদক সাহানা সুলতানা বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রতন দাশ দীর্ঘদিন ধরে ডেনমার্কে বসবাস করছেন, আর সাংগঠনিক সম্পাদক পদবি পাওয়া জুবেল আহমেদ বিবাহিত। কলেজ শাখার সভাপতি আজিজুর রহমান নাঈম সক্রিয় রয়েছেন ঠিকাদারি ব্যবসায়। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স আমির এন্টারপ্রাইজ। কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বিবাহিত আর সম্পাদক সাগর মিয়া বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে বলেও কেন্দ্রে পাঠানো পত্রে অভিযোগ করা হয়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য না। বর্তমানে তিনি ডিগ্রিতে পরীক্ষার্থী বলে জানান। তিনি বলেন, উপজেলা সহসভাপতি মো. সালাত, কলেজ সহসভাপতি নাইমুর রহমান নাঈম, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শিমুল, নাহিদ ও তাদের অনুসারীরা ককটেল, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এ হামলা করে।

তিনি আরও বলেন, কমিটি গঠনে অনেকেই প্রার্থী হয়। জেলা যাদের যোগ্য মনে করেছে তারাই কমিটিতে স্থান পেয়েছে। যারা স্থান পায়নি তারা এসব ভুয়া তথ্য হাজির করে কমিটি বাতিলের দাবি করছে।

উপজেলা সহসভাপতি সালাত মিয়া বলেন, উপজেলা সভাপতি সেক্রেটারিকে জানান, আনন্দ মিছিলে রাষ্ট্রবিরোধী ও শেখ হাসিনার বিরুদ্ধে অতীতে যারা কর্মসূচি পালন করেছেন এমন লোকও আমাদের কমিটিতে স্থান পেয়ে আনন্দ মিছিলে আসছে। এদের আমরা প্রতিরোধ করবো। এ কথা বলার পরই উপজেলায় আমাদের ওপর হামলার ঘটনা ঘটে। সালাত বলেন, কমিটিতে বিবাহিত বিতর্কিত অনেকেই আছেন। তার মধ্যে ছাত্রদলের কর্মী পর্যন্ত রয়েছে। উপজেলা ছাত্রলীগের ১ম সহসভাপতি আশরাফ চৌধুরী ফাহিম এর আগে ছাত্রদল করতেন। এর আগে আমাদের বলা হয়েছিল ভালো একটা এমাউন্ট রেডি রাখো। যার যত এমাউন্ট ভালো হবে তার পদ তত উপরে দেওয়া হবে।

এদিকে মঙ্গলবারের সংঘর্ষের পর শহরের বিভিন্ন সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। সেখানে নবগঠিত কমিটি বাতিল করার দাবি জানান। এতে শহরের যান চলাচলে বন্ধ হয়ে যায়। শহরের হবিগঞ্জ সড়কের অনেক দোকানপাটের শাটার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম আমিন ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলমের সঙ্গে কথা বলতে বুধবার বিকেলে মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X