গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের জন্য দিনাজপুরের খানসামায় বিশেষ দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজে খানসামার মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে রাষ্ট্রপতির আদেশে একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত ১৯ অক্টোবর তেজগাঁওস্থ সড়ক ভবনে সারা দেশের ৮টি বিভাগের ৩৯টি জেলায় একযোগে নবনির্মিত দেড়শ’ সেতু এবং ১৪টি ওভারপাস উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও মন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
মন্তব্য করুন