রংপুরের পীরগাছায় প্রায় ১৫০ জন অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাইয়েছে বেলাল ও ফুয়াদ নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু।
শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ পীরগাছা বাজারের ভাসমান ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।
দুই বন্ধু বেলাল ও ফুয়াদ কালবেলাকে জানান, তারা দীর্ঘদিন থেকে ফেসবুকভিত্তিক ‘হামার পীরগাছা’ নামের একটি গ্রুপ পরিচালনা করে আসছেন। ওই গ্রুপের মাধ্যমে তারা বিভিন্ন সময় সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় দুই বন্ধু কিছু দিন আগে পরিকল্পনা করেন পীরগাছা বাজারের ভিক্ষুক ও ছিন্নমূল মানুষকে অন্তত সপ্তাহে একদিন পেট পুরে ভালো খাবার খাওয়াবেন। এ বিষয়ে তারা ওই গ্রুপে ফান্ড সংগ্রহের জন্য একটি পোস্ট করেন। অনেকেই তাদের আবেদনে সাড়া দিয়ে টাকা পাঠান। শুক্রবার মানুষের পাঠানো টাকায় তারা প্রায় ১৫০ জন মানুষের জন্য নিজ হাতে খাবার রান্না ও প্যাকেট করে বিতরণ করেন। তাদের ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একদিন এসব অসহায় মানুষের ভালো খাবার খাওয়ানোর।
উপজেলার অনন্তরাম গ্রামের অসহায় গোলেজান বেওয়া কালবেলাকে জানান, সব কিছু দাম এত বেশি, তিনি অনেক দিন ধরে ভালো খাবার খান না। আজ দুই বন্ধুর দেওয়া মাংশ ও ভুনা খিচুড়ি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন তিনি।
মন্তব্য করুন