গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও তার ভাই মো. শুক্কুর আলী (২৫)।
মামলার বাদী আবুল কাশেম অভিযোগ করেন, তার ছেলে আল আমিন, আমিরুল, শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে নিয়ে ভুরুলিয়া এলাকায় বসবাস করেন। শুক্রবার ছেলে আমিরুল, শফিকুল ইসলাম, শুকুর আলী সকাল থেকে বিকেল পর্যন্ত ভুরুলিয়া প্রজেক্টে মাছ ধরেন। সন্ধ্যা ৬টার দিকে শফিকুল ইসলাম ও শুকুর আলী বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় পুত্রবধূ সুমা আক্তার তারা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে তারা জানান যে, পাওনা টাকা নিয়ে আসার জন্য তারা বাঙালগাছ বাঁশবাজারে যাচ্ছেন। রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় ফাইজুল ইসলাম রুবেল আমাদের বাসায় এসে জানান, কে বা কারা তার দুই ছেলে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে বাঁশবাজার তিন রাস্তার মোড়ের উত্তর পাশে রাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করছে। বাবা বলেন, ‘আমরা তাৎক্ষণিক বাঙালগাছ তিন রাস্তার মোড়ে পৌঁছালে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে মৃত অবস্থায় পাই।’
তিনি আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা আসামিরা ছেলেদের লাঠিসোঠা দিয়ে হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে শফিকুলের মাথার পেছনে ও বাম পাশে, কপালের ডান পাশে এবং শুকুর আলীর মাথার পেছনে ও ডান পাশে, নাকে, বাম চোখে, থুঁতনির ওপর, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।’
সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘শনিবার বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।’
মন্তব্য করুন