দেশে প্রতিবছর কেবল খাদ্যে ভেজালের করণে প্রায় ৪২ হাজার শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন শেরপুর জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ। বৃহস্পতিবার (২২ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিভাগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্যবিষয়ক বক্তব্য উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
তিনি জানান, জেলায় নিরাপদ খাদ্যের লক্ষ্যে গত এক বছরে ১৫৬টি খাদ্য মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ৬০ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তিনটি উঠান বৈঠক করা হয়েছে।
এ সময় নিরাপদ খাদ্য বিষয় নিয়ে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ, বীর মুক্তিযদ্ধা নুরুল ইসলাম হিরু প্রমুখ।
মন্তব্য করুন