মো: মাজহারুল পারভেজ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘নরসিংদীতে তাঁতী লীগ নেতা রানাকে গুলি করে কিলার সবুজ’

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লা। ছবি : কালবেলা
নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লা। ছবি : কালবেলা

রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নরসিংদীতে তাঁতী লীগ নেতা রানাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লার ছেলে। তার সঙ্গে গুলিবিদ্ধ তুষার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

নরসিংদী পৌর এলাকা মাদক অধ্যুষিত হিসেবে চিহ্নিত। কাউরিয়াপাড়া মহল্লায় মাদকব্যবসা নিয়ন্ত্রণ করত নিহত রানা আকবর ও খান আলামিন। রানা আকবর স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হীরুপন্থি হলেও খান আলামিন সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুলপন্থি। খান আলামিন আগেও দুইবার রানা আকবরের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

তবে নিহত রানার শ্বশুর শহীদ মিয়ার অভিযোগ, ‘কিলার’ সবুজ নামে একজন রানাকে হত্যা করেছে।

তিনি জানান, সবুজের সঙ্গে আরও ৭-৮ জন ছিল। তারা গত ৫-৬ দিন ধরে তারা রানার সঙ্গে ছায়ার মতো লেগে ছিল। রানা সোমবার রাত ৮টার দিকে ঘোস পাড়া পূজা পরিদর্শন শেষে কাউরিয়াপাড়া ঈদগাহের পাশে আসা মাত্রই তারা দুজন ফোনে কিলারদের খবর দেয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করে।

র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে রানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। যদিও আইনশৃ্ঙ্খলা বাহিনী আটকের কথা স্বীকার করছে না।

নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তিনি এখনো পর্যন্ত আটকের বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

তবে রানা হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম।

আটকের বিষয়ে শহীদ মিয়া জানান, র‌্যাব ও পুলিশ তাকে চারজনকে আটকের কথা জানিয়েছেন। এর মধ্যে শরীফ নামে একজনকে র‌্যাব, দুইজনকে সদর থানা পুলিশ ও একজনকে ডিবি পুলিশ আটক করেছে।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কাউরিয়াপাড়া গোরস্থানে রানাকে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হীরুসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় রানার শ্বশুর নজরুল ইসলামের কাছে অভিযোগ করে বলেন, সাবেক পৌর মেয়র কামরুলের লোক মাদক ব্যবসায়ী খান আলামিন ও শাহপরানরাই রানাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের সময় শিবপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার রেশ কাটতে না কাটতেই নরসিংদী শহরে রানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X