লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নোয়াখালী কিং’ কাঁপাচ্ছে লক্ষ্মীপুর

নোয়াখালী কিংয়ের পাশে খামারি মোহাম্মদ উল্লাহ। ছবি : কালবেলা
নোয়াখালী কিংয়ের পাশে খামারি মোহাম্মদ উল্লাহ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর জেলাব্যাপী এবার খুব বড় আকৃতির গরু উৎপাদন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কোরবানির সময় ঘনিয়ে আসতেই জেলার বিভিন্ন স্থানে খামারিদের খামারে ১ থেকে ২ হাজার কেজি ওজনের গরুর খোঁজ পাচ্ছে ক্রেতারা। বাহাদুর, নোয়াখালী কিং ও রুস্তম এমন সব বাহারি নামের বড় আকৃতির গরুগুলো কোরবানির বাজারে ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, আসন্ন কোরবানির জন্য লক্ষ্মীপুর জেলাব্যাপী এবার প্রায় ৮০০ গরু রয়েছে, যেগুলোর ওজন ৫০০ থেকে এক হাজার কেজি। আবার এক হাজার থেকে ২২শ কেজি ওজনের কিছু গরুও রয়েছে। অন্য বছরের তুলনায় এ খবরটি অস্বাভাবিক হলেও ভালো খবর বলছে প্রাণিসম্পদ কর্মকর্তারা।

খামারি ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের ধারণা, বাণিজ্যিকভাবে খামার স্থাপন ও কৃত্রিম প্রজনন বৃদ্ধির জন্যই জেলাব্যাপী পশু উৎপাদনে এমন ব্যতিক্রম খবর পাওয়া যাচ্ছে।

জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম। কয়েক বছর আগে দুধ উৎপাদনের জন্য একটি গাভী কিনেন। পরে ওই গাভী থেকে একটি বাছুরের জন্ম হয়। খুব সুন্দর দেখে বাছুরটিকে লালন পালন শুরু করেন তিনি। নাম রাখেন ‘বাহাদুর’। ৪৫ মাস বয়সী বাহাদুরের ওজন এখন ১১শ কেজি (সাড়ে ২৭ মণ)। পশুরহাটে কোরবানির জন্য উঠানো বাহাদুরের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। চাষি সাইফুল ইসলাম জানান, তিনি কখনো কল্পনাও করেননি তার গরুটি এত বড় হবে।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্টিল ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ ডেইরি খামারে মাত্র ছয়টি গরু পালন করেন মোহাম্মদ উল্লাহ। তার খামারের একমাত্র বড় গরুটির নাম ‘নোয়াখালী কিং’। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার গরুটি মেপে যে সনদ দিয়েছেন তাতে কিংয়ের ওজন ২২শ কেজি (৫৭ মণ)। গরুটিকে তিনি ঢাকার গাবতলী পশুর হাটে বিক্রি করবেন বলে ঠিক করেছেন। খামারি মোহাম্মদ উল্লাহ ‘নোয়াখালী কিং’ নামের গুরুটির দাম হাঁকছেন ৪০ লাখ টাকা।

একই ইউনিয়নের মাহবুবুর রহমানের গরু রুস্তমের ওজন ১২শ কেজি (৩০ মণ)। দাম চাচ্ছেন ১৫ লাখ।

রামগঞ্জ উপজেলার মাহবুব রাব্বানীর চৌধুরী ডেইরিতে ৩টি গরুর মোট ওজন সাড়ে ৩ হাজার কেজি অর্থাৎ ৭৫ মণ। প্রতিটির দাম চাচ্ছেন ১১-১২ লাখ।

কমলনগর উপজেলার কলেজছাত্র আহমেদ খান শাকিবের একমাত্র ষাঁড়টির ওজন ৮০০ কেজি (২০ মণ)। শাকিব এ গরুটি বিক্রি করে বিদেশ যাবেন। তবে তিনি এখনো ক্রেতা খুঁজে পাননি।

লক্ষ্মীপুর পৌরসভার গরু বাজারে কথা হয় ক্রেতা কবির হোসেনের সঙ্গে। তিনি জানান, জেলাব্যাপী যেভাবে বড় বড় গরু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে কোরবানি করতে বড় বাজেট করতে হবে। যা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব না।

আবদুস সালাম নামের অপর একজন জানান, বড় গরুগুলো কোরবানির হাটে বিক্রি না হলেও মাংসের বাজারে গেলে দেশে মাংসের বাজারের সংকট কাটবে।

সদর উপজেলার বাংগাখা গ্রামের খামারি বেলাল হোসেন জানায়, গত ৩-৪ বছরের মধ্যেই জেলাব্যাপী এমন বড় বড় গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন সব খামারিদের প্রধান লক্ষ্য অন্য খামারির তুলনায় বড় গরু উৎপাদন। তিনি জানান, বড় গরুগুলো বিদেশি নানা জাতের। বেলালের ধারণা, আগামী বছরগুলোতে স্থানীয় খামারে বড় গরু উৎপাদন আরও ব্যাপক বৃদ্ধি পাবে।

লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোশাররফ হোসেন জানান, চলতি বছরে জেলায় ৬৩ হাজার পশু কোরবানি দেওয়ার জন্য খামারিদের কাছে প্রস্তুত রয়েছে। এগুলোর মধ্যে গরু রয়েছে ৪৫ হাজার।

বড় গরু উৎপাদন বিষয়ে এ কর্মকর্তা বলেন, বিগত কয়েক বছর যাবত খামারিরা কৃত্রিম প্রজননের ওপর এবং বিদেশি বড় জাতের গরু লালন পালনে উৎসাহী হয়েছেন। সে কারণে এ বছর কোরবানি পশুর হাটে খুবই বড় বড় গরু দেখা যাচ্ছে। আগামী বছরগুলোতে এ ধরনের পশু উৎপাদন লক্ষ্মীপুরে ব্যাপক বৃদ্ধি পাবে।

লক্ষ্মীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে লক্ষ্মীপুরে ১১টি স্থায়ী এবং ৫৫টি অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রয় হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

১০

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১১

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১২

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১৩

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৪

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৫

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৬

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৭

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

১৮

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১৯

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

২০
X