চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর ইতিহাসের সাক্ষী হবে চট্টগ্রামবাসী : এলিট

কর্ণফুলী টানেল ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। ছবি : কালবেলা
কর্ণফুলী টানেল ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। ছবি : কালবেলা

আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কর্ণফুলী টানেল উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসী ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে কর্ণফুলী টানেল ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সাঈদীর রায়ের পর গাছ কেটে, গাড়ি ভেঙে, মানুষ পুড়িয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে যে ভয়াবহ রূপ জামায়াত-শিবির দেখিয়েছিল সেই দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল করে দিয়েছেন যেটি উদ্বোধন করবেন ২৮ অক্টেবর। যার মধ্য দিয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত, ইতিহাসের সাক্ষী হবো চট্টগ্রামবাসী।

বিএনপি-জামায়াত-শিবির আবারও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ফাঁদ পেতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। উল্লেখ করে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বাংলাদেশ যুবলীগ তাদের রাজপথে প্রতিহত করবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাঙ্গু, মাতামুহুরী, ইন্দ্রপুলসহ ৬ লেইনের ৬টি সেতু করেছেন। আওয়ামী লীগ সরকারের একের পর এক উন্নয়নে বদলে যাচ্ছে পুরো চট্টগ্রাম। প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহর, দক্ষিণ ও উত্তর জেলায় যে উন্নয়ন দিয়েছেন, তার জন্য জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। জনসভায় উত্তর, দক্ষিণ ও নগর যুবলীগের উপস্থিতি হবে সর্বোচ্চ। ‘যুবলীগের নেতাকর্মীরা সুশৃঙ্খল, যুবলীগের সুনাম রয়েছে- জনসভায় শান্তি শৃঙ্খলার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা তা আবারও প্রমাণ করবেন’- যোগ করেন যুবলীগের এই নেতা।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী বলেন, আগামী ২৮ তারিখ চট্টগ্রাম থেকে ৫ হাজার কর্মী জনসভায় উপস্থিতি থাকবে। এসভার মাধ্যমে জামায়াত-শিবিরের রক্ত বীজরা বুঝতে পারবে দেশের মানুষ বোকা নয়। তারা বুঝে তাদের কী দরকার, কাকে দরকার।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু বলেন, আমাদের সবার এক হওয়ার সময়। দেশে কিছু মানুষদের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাদের দেখিয়ে দিতে হবে দেশে অপরাজনীতির কোনো জায়গা নেই।

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগের সহসভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১০

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১১

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১২

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৩

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৪

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৫

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৭

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

২০
X