ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভাঙা দুই সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেঙে যাওয়া সেতু। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেঙে যাওয়া সেতু। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর ইউনিয়নের নাইঘর ও শশীদল ইউনিয়নের আশাবাড়ি (দক্ষিণপাড়া) এলাকায় গুরুত্বপূর্ণ দুটি সড়কের দুটি সেতুর মাঝের অংশের ঢালাই দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। ওই সড়কের একটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যটি দিয়ে দুর্ঘটনার শঙ্কা নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় লোকজন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলজিইডির আওয়াতাধীন ওই দুটি সড়কে ছোট বড় যানবাহন চলাচলের পাশাপাশি উপজেলা সদর ইউনিয়নের নাইঘর, শশীদল ইউনিয়নের অনন্তপুর, আনন্দপুর, হরিমঙ্গল, তেতাভূমি, উত্তর তেতাভূমি, সেনের বাজার আশাবাড়ি, নারায়নপুর, শশীদল, মল্লিকা দিঘীসহ পার্শ্ববর্তী কসবা ও বুড়িচং উপজেলার পূর্বঞ্চলের মানুষসহ এই সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে।

সদর ইউনিয়নের নাইঘর পশ্চিমপাড়া এলাকার ব্রাহ্মণপাড়া- হরিমঙ্গল সড়কের সেতুর পশ্চিম অংশের সড়ক ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এ ছাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি (দক্ষিণপাড়া) এলাকায় সেনেরবাজার-আশাবাড়ি সড়কের একটি সেতু দীর্ঘদিন ধরে মাঝখানে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এতে ওই দুই সড়কে যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে বিড়ম্বনা। দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলছে পারাপার। ওই দুই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা ও চলাচলের দুর্ভোগ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ওই দুইটি সেতু সংস্কার বা পুনর্নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সেনের বাজারের ব্যবসায়ী জুয়েল আহমেদ ও নাইঘর গ্রামের মিজানুর রহমান জানান, সেনের বাজার- আশাবাড়ি সড়কের মধ্যে আশাবাড়ি দক্ষিণপাড়া এলাকার সেতুটির মাঝে গত দুই বছর আগে সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেতে স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে বাঁশের মাচা দিয়ে কোনরকম চলাচল করছে। ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের সেতুটি পশ্চিম পাশের মাটি ভেঙে যাওয়ায় যান-চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত ওই দুটি সেতু সংস্কার বা পুনর্নির্মাণ করা অতি জরুরি।

এ ব্যাপারে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, সেতু দুটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতুগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না করলে বড় রকমের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম বলেন, উপজেলার সেনের বাজার- আশাবাড়ি সড়কের সেতুটি অল্প সময়ের মধ্যে পুনর্নির্মাণ করা হবে। এটি নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া- হরিমঙ্গল সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের সঙ্গে এ সড়কের সেতুরও সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপুলিশ বোটে আগুন, গুরুতর আহত এক

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

রাজধানীতে আজ কোথায় কী

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

১২

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

১৩

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

১৪

কিপারের হেডে রিয়ালের পতন

১৫

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

১৭

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

১৮

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

১৯

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

২০
X