দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অষ্টম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নাইম হোসেন (১৪) এবং সৈকত হোসেন (১৫) নামের অপর দুই বন্ধু আহত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সোনামুখী মোড় নামক এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত সাব্বির (১৩) লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ খোঁজা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তার বাবা বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপে ক্যাশিয়ার পদে কর্মরত। চাকরির সুবাদে ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজারে বসবাস করতেন তারা। নিহত সাব্বির স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
স্থানীয়রা জানায়, সাব্বির ও তার দুই বন্ধু মিলে মোটরসাইকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে সোনামুখী নামক স্থানে পৌঁছলে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা সাব্বির ছিটকে সড়কের দিকে পড়ে গেলে দিনাজপুরগামী একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুজন রাস্তার পাশের পড়ে আহত হয়।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। বর্তমানে তার দুই বন্ধু সুস্থ আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন