কর্ণফুলীর নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষের স্রোত যেন এসে মিলিত হয়েছে অনোয়ারার কোরিয়ান ইপিজেপের মাঠে।
শনিবার (২৮ অক্টোবর) টানেল দিয়ে আনোয়ারা পৌঁছে ১২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে দিয়ে দেশের সক্ষমতার ইতিহাসে রচিত হবে নতুন মাইলফলক।
এইদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকে কেইপিজেড মাঠে ভিড় জমিয়েছেন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। তাদের গায়ে ছিল রঙ বেরঙের টি-শার্ট ও মাথায় ছিল ক্যাপ। তারা ঢোল-তবলা বাজাতে বাজাতে মিছিল নিয়ে প্রবেশ করেন জনসভাস্থলে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো কর্ণফুলী ও আনোয়ারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনসভায় আসা মানুষ জানায়, টানেল উদ্বোধন হলে যোগাযোগের সুবিধা পাবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কক্সবাজার জেলার মানুষ। তাই তাদের মধ্যে বেশি উচ্ছ্বাস।
চট্টগ্রাম নগরী থেকে জনসভায় আসা যুবলীগ নেত্রী উম্মে কায়সার কালবেলাকে বলেন, জনসভায় যোগ দিতে ভোরেই আনোয়ারা চলে এসেছি। প্রধানমন্ত্রী আসছেন, দেশের প্রথম টানলে উদ্বোধন করবেন টানেল। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চলে এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশ উন্নয়ন হচ্ছে তার নির্দশন হচ্ছে এই টানেল।
কক্সবাজারের টেকনাফ থেকে জনসভায় যোগ দিয়েছেন আমজাদ হোসেন।
তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথম টানেল হচ্ছে, যেটির পেছনে আছেন প্রধানমন্ত্রী। তাই তাকে ধন্যবাদ দিতে এসেছি।
শনিবার সকাল সাড়ে নয়টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় জনসভা। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলসহ ১৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। ১১টা ৪০ মিনিটে তিনি টানেলের উদ্বোধন উপলক্ষে স্মারক নোট ও ডাকটিকিট উন্মোচন করবেন। এরপর তিনি যোগ দেবেন জনসভায়। দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শুরু করবেন ভাষণ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জনসভায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।
মন্তব্য করুন