সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আকাশপথে ঢাকায় সিলেট বিএনপির নেতাকর্মীরা

ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আকাশপথে ঢাকায় সিলেট বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আকাশপথে ঢাকায় সিলেট বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করছে দলটি। সমাবেশ উপলক্ষে সিলেট থেকে নানা কৌশলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এই সমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন।

শুক্রবার বিকেলে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান। এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

এ ছাড়া সমাবেশে যোগ দিতে দু-একদিন আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকার্মীরা।

বিএনপির নেতারা জানিয়েছেন, তাদের কেউ ব্যবসার কাজে, কেউ পাসপোর্ট হাতে নিয়ে আবার কেউ ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন হাতে নিয়ে ঢাকায় পৌঁছেন। আবার কেউ নৌকার স্টিকার লাগিয়েও ঢাকার যান।

সিলেট মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরী বলেন, সমাবেশে অংশ নিতে গিয়ে নেতাকর্মীদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। সমাবেশস্থলে ইতোমধ্যে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ঢাকামুখী প্রতিটি বাসের সব সিটের টিকিট কাটা হয়। এই কয়েক দিন বাসের টিকিট বিক্রি স্বাভাবিক দিনের চাইতে বেশি ছিল এবং প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে সিলেট থেকে ট্রেন, মাইক্রোবাসে ও বিমানে টিকিট কেটে অনেক নেতাকর্মী ঢাকায় যান। কেউ কেউ বাধা এড়াতে বিমান ও বাসের টিকিট চড়া মূল্যে কেটেছেন।

জানা যায়, শনিবার সমাবেশের ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতি সভা করে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা।

যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীমসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার মহাসমাবেশ যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। ওইদিন বলে দেওয়া হয়েছে, দলবদ্ধভাবে নয়, যার যার সুবিধামতো উপায়ে ঢাকায় যেতে। সমাবেশে যাওয়ার পথে সরকারের বাধার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য নেতাকর্মীদের দু-তিনদিন আগেই ঢাকায় যাওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যপারে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, গত কয়েকদিন বাসের টিকিট অন্যান্য দিনের চাইতে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল। শুক্রবার থেকে স্বাভাবিকভাবে টিকিট বিক্রি হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন থেকে কোনো নির্দেশনা বা বাধা আসেনি। অনেক নেতাকর্মী বাসে গিয়েছেন কিন্তু কোনো বাস রির্জাভ করা হয়নি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় মহাসমাবেশে অবস্থান করছেন। ঢাকায় যাওয়ার পথে বাধার মুখে পড়তে হচ্ছে নেতাকর্মীদের। সমাবেশে সিলেট থেকে ১০ হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

১০

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১১

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১২

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৪

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৫

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৬

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১৭

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১৮

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৯

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

২০
X