রাজধানীর পল্টনে বিএনপির সরকার পতনের একদফার দাবিতে ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ কেন্দ্র করে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের একাধিক চেকপোস্ট, করা হচ্ছে তল্লাশি। সমাবেশ ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, এ জন্য এই ধরনের ব্যবস্থা নিয়েছেন জেলা পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায়, শ্রীনগরের ছনবাড়ী, সিরাজদিখানের কুচিয়ামোড়া বসানো হয়েছে চেকপোস্ট।
এ ছাড়া মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু এলাকায় ও গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও চলাচলকারী যাত্রীদের তল্লাশি চলাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন যাত্রী এবং যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করুন