বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর যুবলীগ।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে রাতে আম্বরখানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, আগামীকাল আমরা মাঠে থাকব।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সিলেট মহানগর যুবলীগের সব নেতাকর্মীরা মাঠে থাকবে।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বিএনপি-জামায়াতের সব নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের মোকাবিলা করতে সিলেট মহানগর যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে, তাদের রাজপথেই মোকাবিলা করা হবে। প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি ফাইয়াজ খান সলিট, অ্যাডভোকেট লিটন মিয়া, রাহেল আহমদ চৌধুরী, আব্দুর রব সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী, মো. রিমাদ আহমদ, এমদাদ হোসেন ইমু, প্রচার সম্পাদক মোহাইমিন চৌধুরী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. সাকারিয়া হোসেন সাকিরসহ দলীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন