রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদকসহ অন্তত ৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি নেতা মামুন ছাড়াও যুবদল নেতা রবি, নয়ন, শ্যামল, সামাদসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্তত ৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে রোববার ভোরে। রাজশাহী থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকার মহাসমাবেশে গিয়েছিলেন। তার ঢাকা বাসযোগে ভোরে রাজশাহীতে নেমেছেন। আর তখন অধিকাংশ নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।’
মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, নাশকতার অভিযোগে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাজশাহীতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন