প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধনের পর রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টার পর থেকে গাড়ি চলাচল শুরু করেছে টানেল দিয়ে। গত ২৪ ঘণ্টায় এ ট্যানেলে ৪ লাখ ৪১ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।
উপ প্রকল্প পরিচালক সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় গাড়ি পারাপার হয়েছে ২ হাজার ৬৪ টি। এতে টোল আদায় করা হয়েছে ৪ লাখ এক চল্লিশ হাজার ৬০০ টাকা। ভোর থেকে কার, জীপগাড়ি ও কয়েকটি যাত্রীবাহী বাস পারাপার করলেও সকাল ৯টার দিকে প্রথম পণ্যবাহী বিআরটিসির দুটি ট্রাক প্রবেশ করে টানেলে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে টানেল পার হওয়া অধিকাংশ গাড়ি ছিল ব্যক্তিগত। তারা পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে টানেল দেখতে ভ্রমনে এসেছেন বলে জানান। এসব গাড়ি টানেলে টোল আদায়ের পর আনোয়ারা চাতরী চৌমহনী প্রান্ত ঘুরে পুনরাই টানেল দিয়ে চলে যায়।
টানেলে প্রথম পণ্যবাহী গাড়ি প্রবেশকারী ট্রাকের চালক শফিক জানান, ঢাকা থেকে সার পরিবহনের জন্য আনোয়ারা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিঃ-এ (কাফকো) যাচ্ছেন তিনি। তিনি আরো জানান, টানেল পার হতে বেশ ভালই লেগেছে। আগে চট্টগ্রাম শহর পার হয়ে শাহ আমানত সেতু দিয়ে আসতে ২-৩ ঘণ্টা সময় অতিরিক্ত লাগত। এখন মাত্র ৫ মিনিটে টানেল পার হয়ে দ্রুত আনোয়ারা প্রান্তে কাফকোতে পৌঁছা যাচ্ছে।
এর আগে মুন্সিগঞ্জের জুয়েল রানা বন্ধুদের নিয়ে রাত তিনটা থেকে অপেক্ষা করে ভোর ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পারাপার হন। জুয়েল রানা তার অনুভুতি প্রকাশ করে বলেন, রাত তিনটা থেকে অপেক্ষা করে প্রথম টোল দিয়ে পার হয়েছি। ভালই লাগছে। কখনো কল্পনাও করিনি।
বেলা বাড়ার সাথে সাথে গাড়ি চলাচলের পরিমাণ ও বাড়তে থাকে, এরমধ্যে ছিল বিমানবন্দরগামী বিদেশ যাত্রী ও ওমরা পালনের জন্য হজের যাত্রীবাহী বাস। প্রথম যাত্রীবাহী একটি বাস টোল দিয়ে পার হয়।
টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সকাল ৬টার সময় যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২ হাজার ৬৪ টি গাড়ি টানেল দিয়ে চলাচল করেছে। এতে চার লাখ এক চল্লিশ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হযেছে।
মন্তব্য করুন