কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’

ইউনিয়ন বিএনপির কর্মিসমাবেশে এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ইউনিয়ন বিএনপির কর্মিসমাবেশে এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

জনসাধারণের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, প্রয়োজনে তারেক রহমানের ডাকে ঢাকায় যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

রোববার (১১ মে) বিকালে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার বাঘাইতলা উচ্চবিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে শুধু বিলম্বিতই নয়, অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে। একটির পর একটি অবাস্তব, অপ্রয়োজনীয়, অযৌক্তিক, জনসম্পৃক্ততাহীন বিষয় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনকে ব্যতিব্যস্ত রেখে মূল লক্ষ আড়াল করার চেষ্টা হচ্ছে।

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কার্যক্রম নিষিদ্ধ ও আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং ১০ ফেব্রুয়ারিতে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরু করার তাগিদ দিয়েছিল। বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না।

তিনি বলেন, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি অনেক আগেই সেই আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে। দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছ বলে ধন্যবাদ জানান তিনি।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে সংস্কার ও নির্বাচন বিষয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স, অনেক সময় পার হয়ে গেছে, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের প্রতি সংস্কার ও নির্বাচনের দাবিতে প্রয়োজনে আন্দোলন ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের জন্য মানুষ প্রয়োজনে রাজধানীতে যেতে প্রস্তুত। তারেক রহমান ডাক দিলে দুই-তিন হাজার নয়, নির্বাচনের দাবিতে ঢাকায় লাখ লাখ লোক জমায়েত হবে। আমরা চাই না সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হোক। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ আর সহ্য করবে না।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মিসমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, রমজান আলী, হাফিজ উদ্দিন বিএসসি, আবদুল মান্নান মাস্টার, দুলাল সরকার, নবী হোসেন মেম্বার প্র্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১০

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১১

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

১২

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

১৩

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৪

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

১৫

সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

১৬

স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

১৭

বাড়ি ফিরেছেন ফারুকী, তিশা লিখলেন আলহামদুলিল্লাহ

১৮

শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

১৯

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

২০
X