বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় অনেক আলেম-ওলামাদের ওপর হামলা-মামলা ও ইসলামী ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক ইসলামী বক্তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ইসলামকে টিকিয়ে রাখতে অনেক আলেম-ওলামারা আন্দোলন করেছেন।’
রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় বগুড়ার নবাববাড়ী সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এ পৌর মেয়র বলেন, ‘একটি দল ইসলামের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে। আমাদের ওলামা দলকে আরও শক্তিশালী করতে হবে। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের জন্মস্থান এ বগুড়ায় ওলামা দলকে অনেক শক্তিশালী করে গঠন করা হবে। এ দেশটাকে আমরা সবাই মিলেই গড়ে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম প্রধান মাওলানা মোহা. ইনামুল হক মাজেদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা তাজ উদ্দিন, শেখ এনামুল হক, রাজশাহী সাংগঠনিক টিমের সদস্য মাওলানা ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, কাজী মাওলানা মোখলেছুর রহমান ও মাওলানা আব্দুর রাজ্জাক।
মন্তব্য করুন