ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া ব্যক্তরা হলেন- সজিব মিয়া (২০) তিনি বাড়েরা এলাকায় মজিদের ছেলে। অপরজন সুরুজ মিয়া (৬০) মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।
নিহত সজিবের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় সজীব গরুর খাবার জন্য ফসলি মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এসময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের কবলে গাছটি পড়ে গিয়ে সজিব চাপা পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। বর্তমানে তার দাফনের প্রস্তুতি চলছে।
অপরজন মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন। এসময় ঝড়ে একটি ডাল তার মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান শফিক কালবেলাকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন