জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার (০৬ এপ্রিল) মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। ভারত তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করলেও যুদ্ধবিরতির পর আবারও রাফাল ধ্বংসের আলোচনাটি সামনে আসছে।
ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল রাজিব ঘাই রোববার সন্ধ্যায় দিল্লিতে এক সাংবাদ সম্মেলনে উপস্তিত হয়ে যুদ্ধে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গতকাল (শনিবার) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম কোনো সংবাদ সম্মেলন।
এই প্রেস ব্রিফিংয়ে ডিজিএমও লে. জেনারেল রাজিব ঘাই ছাড়াও ভারতের স্থলবাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল এস এস সারদা, বিমানবাহিনীর পক্ষ থেকে এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনীর পক্ষ থেকে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ উপস্থিত ছিলেন। তারা ভারতের চালানো ‘অপারেশন সিঁদুরে’র নানা দিক নিয়ে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন।
সাংবাদ সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার পক্ষ থেকে রাফালসহ ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে, এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘আমি খুশি আপনি এই প্রশ্ন করেছেন। আমরা এখন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি এবং যে কোনো কম্ব্যাট পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হতে পারে।’
প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে তিনি বলেন, ‘তবে আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত—আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি? সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এর প্রমাণ আন্তর্জাতিক মহলের চোখের সামনেই রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপারেশনের নির্দিষ্ট বিবরণ, ক্ষয়ক্ষতির সংখ্যা, কোনো প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, বা কিছু হারিয়েছি কিনা—এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কারণ এতে আমাদের প্রতিপক্ষ কৌশলগত সুবিধা পেয়ে যেতে পারে।’ সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমাদের নির্বাচিত লক্ষ্য পূরণ হয়েছে এবং আমাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন।’
পাকিস্তান আগেই দাবি করেছিল, তারা ৩টি রাফালসহ ভারতের মোট ৫টি ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে। যদিও এ দাবির পক্ষে তারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ, ছবি বা ভিডিও উপস্থাপন করতে পারেনি। তবে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানোর ভিডিও তারা যাচাই করে সত্যতা পেয়েছে।
মন্তব্য করুন