ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বতন্ত্র পদ্ধতিতে হওয়া ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (১১ মে) রাত পৌনে নয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ১০৪ দশমিক ২৫ স্কোর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে রাকিবুল হাসান। তার রোল নাম্বার ১১১৬। একই স্কোর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শয়ন আরাফাত। তার রোল নম্বর ১৯৫৯।
২০২৪ পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮২৮ জন। পরীক্ষায় মোট ৯৬০ জন পরীক্ষার্থী তিনটি মেধাতালিকায় স্থান পায়। এ ছাড়া পরীক্ষায় পাস করেন ১২৮৭ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদে ডিন ও ডি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এসব তথ্য জানান।
জানা যায়, রাত সাড়ে আটটার দিকে অনুষদ ভবনের চতুর্থ তলায় ডিনের কার্যালয়ে উপাচার্যের নিকট ফলাফলের কপি হস্তান্তর করেন ড. আশ্রাফী। পরে উপাচার্য সাংবাদিকদের সামনে ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকরা।
ফলাফল ঘোষণা শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করতে পারায় আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মন্তব্য করুন