ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ভারত ও পাকিস্তানের উদ্দেশে বার্তা দিয়েছে। তাতে দুই দেশের বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ওআইসির বার্তায় ফের কাশ্মীর সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। এর আগে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চলাকালে বার্তা দিয়েছিল ওআইসি। ওই বার্তায় জাতিসংঘের রেজোলিউশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধান এবং ভারতের নির্যাতন বন্ধের আহ্বান জানানোয় ওআইসির ওপর ক্ষিপ্ত হয় নরেন্দ্র মোদির সরকার।
এবারের বিবৃতিতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বলেছে, তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টার প্রশংসা করে।
আরও বলেছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যেন তারা পাকিস্তান ও ভারতকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য গঠনমূলক সংলাপে অংশ নিতে উৎসাহিত করে।
৫৭টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সংস্থা কাশ্মীর প্রসঙ্গ টেনে বলে, আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুটির শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি। যা নিরাপত্তা পরিষদের রেজলিউশন অনুযায়ী হওয়া উচিত। এর সমাধানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তির মধ্যে উত্তেজনা এড়ানো যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। অঞ্চলটিকে অস্থিতিশীল করা এড়াতে উভয়কে সংযম করার আহ্বান জানাই।
এদিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে কথা বলেছেন। কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতাকে স্বাগত জানান।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ মে) উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয় এ চুক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন