কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ের পর ভারত এবং পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও নতুন তথ্য বলছে, সংঘাত শুরু হওয়ার পর এক পর্যায়ে এমন কিছু ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসে, যা উভয় দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এমন কিছু গোয়েন্দা তথ্য আসে যা স্পষ্ট করে দেয়, যুদ্ধ যদি অব্যাহত থাকে তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ফোন করেন এবং অবিলম্বে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসার অনুরোধ জানান।

সিএনএনের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের একটি উচ্চপর্যায়ের দল- ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস টানা ৪৮ ঘণ্টা ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।

উক্ত ‘ভয়াবহ গোয়েন্দা তথ্য’ পাওয়ার পরই জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং তাৎক্ষণিকভাবে মোদিকে ফোন করে ভারতকে সামরিক উত্তেজনা থেকে সরার আহ্বান জানান। ফোনালাপে ভ্যান্স হোয়াইট হাউসের উদ্বেগ তুলে ধরে বলেন, ‘এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে- এমনকি পরমাণু সংঘর্ষেও গড়াতে পারে।’

খবরে বলা হয়, মার্কিন প্রশাসনের ধারণা ছিল, সংঘাত চলাকালীন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ হচ্ছিল না। সেই শূন্যতা পূরণে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোলার জন্যই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। ভ্যান্স ফোনালাপে মোদিকে একটি সম্ভাব্য বিকল্প প্রস্তাব দেন, যা যুক্তরাষ্ট্র মনে করেছিল- পাকিস্তানের পক্ষে গ্রহণযোগ্য হতে পারে।

এরপর রাতভর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্য সিনিয়র কর্মকর্তারা। তারা ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার কথা বলেন এবং আলোচনা শুরু করার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ভ্যান্স ও মোদির ফোনালাপ ছিল এই সংকট নিরসনে একটি টার্নিং পয়েন্ট। মোদি কৌশলগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করে সংযম দেখিয়েছেন।’ সূত্র আরও জানায়, ভ্যান্স পূর্বে মোদির সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেন এবং এই সম্পর্ককেই কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়।

যদিও ভারত ও পাকিস্তান দুই দেশই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ করেনি, তবে সিএনএন বলছে, মার্কিন প্রশাসন সরাসরি যুদ্ধবিরতির খসড়া তৈরিতে যুক্ত ছিল না, তবে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, তাদের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে যোগাযোগের ঘাটতি পূরণ করা, যুদ্ধের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া। সেই কৌশল এখন বাস্তবে সফল হয়েছে বলেই মনে করছেন তারা।

এই ঘটনাবলিতে স্পষ্ট, হঠাৎ শুরু হওয়া ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাত একটি বিপজ্জনক মোড় নিতে পারত। তবে ‘ভয়ংকর গোয়েন্দা তথ্য’ পেয়ে যুক্তরাষ্ট্র যেভাবে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেয় এবং ভারতকে আলোচনার পথে আনার জন্য চাপ দেয়- তা এই সংঘাতকে যুদ্ধ হওয়ার আগেই থামিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১১

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১২

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

১৪

আলজাজিরার বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা

১৫

সুইডেনের তৃতীয় সারির ক্লাবের কারণে বদলালো অফসাইডের নিয়ম

১৬

ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৭

সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

১৮

মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাবা, সরকারি চাকরিতে ছেলের জন্মসাল ৮৩

১৯

এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে ইরান?

২০
X