চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানান।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এস এম আল মামুন স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করে বলেন, পরপর দুইবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।
এমতাবস্থায়, আমাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।
পদত্যাগপত্র জমা দেওয়া প্রসঙ্গে এস এম আল মামুন বলেন, ‘সামনেই সংসদ নির্বাচন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ পদ ছেড়েছি। গতবারও একাদশ নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু উপজেলা চেয়ারম্যানের পদ থাকায় মনোনয়ন পাইনি। আমি আওয়ামী পরিবারের সন্তান।’
তিনি বলেন, ‘আমার বাবা দুইবারের সংসদ সদস্য প্রয়াত আবুল কাশেম মাস্টার। আমার বাবা সীতাকুণ্ডে সংসদ সদস্য থাকা অবস্থায় উপজেলার মধ্যে ব্যাপক উন্নয়ন করেছেন। এখন সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে আমি নৌকা প্রতীকে মনোনয়ন চাইব। আমি শতভাগ আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।’
মন্তব্য করুন