জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি নিয়ে বিভিন্ন দেশে বসবাস, ১৬ শিক্ষকের নামে বিভাগীয় মামলা

সুনামগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সুনামগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষকের নামে বিভাগীয় মামলা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ওই শিক্ষকেরা অনুপস্থিত থাকার ফলে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী এ মামলা করা হয়।

সুনামগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান বিষয়টি কালবেলা প্রতিবেদককে নিশ্চিত করে জানান, ‘অভিযুক্ত ১৭ জন শিক্ষকের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর বিভাগীয় মামলা হয়েছে। অপর একজনের অনুপস্থিতির মেয়াদ দুই মাস না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা যায়নি। তবে, সবার বেতন বন্ধ আছে এবং সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

ওই শিক্ষকরা হলেন, কাওছার হামিদ, আফছানা খানম আন্নি, সৈয়দ ফুয়াদুস সালেহীন, শেরা আলী, নাছরিন জাহান শাহী, শামীমা বেগম, সাজিয়া খানম, শহিদুর রহমান, ইয়াছমিন বেগম, রোকশানা বেগম, শিপন সূত্রধর, রেবী বেগম, রাবিয়া বেগম, উম্মে হানিফা মিলি, ওলিউর রহমান সামি, এসএম আশা হক। এরা সবাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকেরা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ সাধারণ ৩-৪ দিনের ছুটি, কেউ বা আবার চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলে মাসখানেকের ছুটিও নিয়েছিলেন। কিন্তু ছুটি শেষ হলেও তারা পুনরায় বিদ্যালয়ে যোগদান করেননি। অনেকে আবার কোনো ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কেন তারা পাঠদানে যোগদান করছেন না; কয়েক দফা চিঠি দিলেও তার কোনো সদুত্তর পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ১৬ জন শিক্ষক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে বেশিরভাগ শিক্ষক যুক্তরাজ্যে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন।

এ বিষয়ে সালদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে দুজন অনুপস্থিত। একজন এক মাসের ছুটি নিয়েছিলেন। অপরজন বিয়ের জন্য মৌখিক ৭ দিনের ছুটি নেন। শুনেছি তারা এখন বিদেশে আছেন। দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, উপজেলায় প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষক-শিক্ষিকা ছুটি না নিয়ে বিদেশে রয়েছেন। ফলে বিদ্যালয়ে পাঠদানে সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ বলেন, ‘গত ৪ অক্টোবর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য জেলা কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১০

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১১

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৩

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৭

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৮

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৯

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X