ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের জানমালের নিরাপত্তা দিতে ভৈরবে আ.লীগের অবস্থান

ভৈরব দুর্জয় মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। ছবি : কালবেলা
ভৈরব দুর্জয় মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। ছবি : কালবেলা

বিএনপির ডাকা সারা দেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিনেও ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর থেকে অওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে যানবাহনে চলাচলকারী মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে।

গত দুদিন ধরে দূরপাল্লার বাস চলাচল কম থাকলেও সকাল থেকে বেশ কিছু দূরপাল্লার বাসসহ থ্রি-হুইলার চলাচল করছে। ভৈরব থেকে ঢাকা-সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সাধারণ মানুষের চলাচল যানবাহনে যাতায়াত বেড়েছে। বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে তাদের নাশকতা প্রতিরোধে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

এদিকে ভোর থেকে বিএনপির তৃতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। অবরোধ কর্মসূচি পালন করতে সকালে ভৈরবের অদূরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির লোকজন অবরোধ কর্মসূচি পালন করতে কালিকাপ্রসাদ এলাকায় দুটি সিএনজি ভাঙচুর করেছে। এ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের আবেদীন হাসপাতালের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে পিকেটাররা।

ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরেপক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি সফল হয়েছে। আগামীতে আরও নতুন কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকব। এ আন্দোলন বিএনপির একার না, এটা জনগণের আন্দোলন। সারাদেশে বিএনপির সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে লোকাল মানুষের কষ্টের কথা চিন্তা করে রিকশা, সিএনজি, অটোরিকশা চলাচলে আমরা কোনো বাধা দিচ্ছি না। আমরা রাজপথে আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

তিনি বলেন, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ মাঠে রয়েছে। পুলিশ নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগ মাঠে দাঁড়াতেই পারবে না। আজও আমাদের কর্মীরা সড়কে সরকার বিরোধী মিছিল করছে। আগামীতে আরও কঠিন কর্মসূচি নিয়ে মাঠে থাকবো, ইনশাআল্লাহ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি ভৈরববাসী প্রত্যাখান করেছে। বিএনপি জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যেও ট্রেন, বাস, লঞ্চ চলাচলসহ ব্যবসা বাণিজ্য চালু আছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। কারণ একটাই, ভৈরবের মাটি নাজমুল হাসান পাপন ভাইয়ের ঘাঁটি। এ ভৈরবের মাটি নৌকার ঘাঁটি। ভৈরবের মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। ভৈরবের কিছু উশৃঙ্খল যুবক বিএনপির ব্যানারে গত দুদিন যাবৎ চোরাগোপ্তা হামলা করে যে তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ মিলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছি। তারা আজকেও অবরোধ পালন করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের প্রতিরোধের মুখে তারা ভৈরব থেকে বিতাড়িত হয়েছে। ভৈরবে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। বিএনপির জোট সরকারের কোনো জায়গা নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১০

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১১

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১২

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৩

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৫

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৬

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৭

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৮

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৯

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

২০
X